বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচসহ আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচে জয় পেতে পাকিস্তানকে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে হবে। দেশটির মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের মতো শীর্ষ বোলার রয়েছে যারা সম্প্রতি বেশ ভালো পারফরম্যান্স করেছে তবে দুর্বল দিক হলো শীর্ষসারির আহমেদ শেহজাদ, শোয়েব মালিক ও ওমর অাকমলের মতো ক্রিকেটাররা সাম্প্রতিককালে রান পাচ্ছে না। তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের বিরুদ্ধে জিততে ব্যাটসম্যানদের ভালো পারফরম্যান্স করতে হবে বলে জানিয়েছেন সাবেক পাকিস্তানি টেস্ট ক্রিকেটার ও প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ সাল্লু। সেইসঙ্গে বাংলাদেশ ব্যাটিং ও ফিল্ডিংয়ে বেশ ভালো করেছে বলেই তারা বিভিন্ন ম্যাচে জয় পেয়েছে বলেও জানান তিনি। খবর ডনের
মি. সাল্লু বলেন, 'সাম্প্রতিক ম্যাচগুলোতে আমাদের শীর্ষ ও মধ্যমমারির ব্যাটসম্যানরা রান পাচ্ছে না। টি-২০ বিশ্বকাপে বড় ধরনের প্রভাব ফেলতে এর সমাপ্তি ঘটতে হবে।'
তিনি আরো বলেন, 'আমাদের মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ ও অন্যান্য বোলাররা টি-২০ ম্যাচে বেশ ভালো বল করছে। কিন্তু তা রক্ষা করতে তারা স্কোরবোর্ডে যথেষ্ট রান পাচ্ছে না।'
এদিকে, বাংলাদেশের সাম্প্রতিক উত্থান প্রসঙ্গে সাল্লু বলেন, 'বাংলাদেশের সাম্প্রতিক ঈর্ষণীয় উত্থানের পেছনে রয়েছে মূলত তাদের ব্যাটিং ও চমৎকার ফিল্ডিং। এতগুলো মানসম্পন্ন কোচ সত্ত্বেও পাকিস্তান এসব দিকগুলোর উন্নতি না ঘটানোর কোনো কারণ দেখছি না।'
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ