কলকাতার ইডেন গার্ডেন্সে অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ১৪তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। ফলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ২০২ রান।
আরাফাত সানির বলে ওপেনার শারজিল খান ১৮ রান করে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার শেহজাদ ৩৯ বলে ৫২, মোহাম্মদ হাফিজ ৪২ বলে ৬৪ ও অধিনায়ক শহীদ আফ্রিদি ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৪৯ রান করেন। সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সাম্প্রতিককালে ব্যাটিংয়ে খুব বাজে খেলায় আজকের ম্যাচে পাকিস্তান তাদের একাদশে ছয়জন ব্যাটসম্যান ও দুজন অলরাউন্ডার নিয়েছে। আর টাইগারদের একাদশে আবু হায়দারের জায়গায় নেয়া হয়েছে আরাফাত সানিকে। আছেন বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে থাকা ফাস্ট বোলার তাসকিন আহমেদও। তবে আজকের ম্যাচেও খেলছেন না আরেক পেসার মুস্তাফিজুর রহমান। টাইগারদের হয়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানি ২টি করে উইকেট ও সাব্বির রহমান ১টি উইকেট নেন।
আজকের ম্যাচে টাইগারদের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেইন, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।
আর পাকিস্তানের একাদশ হলো : আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, ওমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ৯টি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৭টি ম্যাচে ও বাংলাদেশ ২টিতে। লক্ষণীয় হলো, সর্বশেষ দুুটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। তবে টাইগাররা তাদের সর্বশেষ ৬টি টি-২০ ম্যাচের ৫টিতে জয় পেয়েছে আর পাকিস্তান মাত্র ২টিতে। টাইগারদের একমাত্র হার সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে ভারতের কাছে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ