কলকাতার ইডেন গার্ডেন্সে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সদ্য সমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটালো পারলো না বাংলাদেশের ছেলেরা। জয়ের জন্য পাহাড়সম ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান তুলতে সক্ষম হয়। সাকিব আল হাসান টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন। অার ওপেনার তামিম ইকবাল ২৪ রান ও ওয়ানডাউনে নামা সাব্বির রহমান করেন ২৫ রান। এছাড়া মুশফিকুর রহিম করেন ১৮ রান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও শহীদ আফ্রিদি ২টি করে উইকেট নেন। অার মোহাম্মদ ইরফান ও ইমাদ ওয়াসিম নেন ১টি করে উইকেট।
এর আগে অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ১৪তম এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। টাইগারদের হয়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানি ২টি করে উইকেট ও সাব্বির রহমান ১টি উইকেট নেন।
আজকের ম্যাচে টাইগারদের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,
মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেইন, আরাফাত সানি ও তাসকিন আহমেদ। আর পাকিস্তানের একাদশ হলো : আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, ওমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
আজকের ম্যাচসহ বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ১০টি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৮টি ম্যাচে ও বাংলাদেশ ২টিতে।
উল্লেখ্য, বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ