ভারতে চলমান আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে সুপার টেন গ্রুপ ১'র এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে। ওপেনার জেসন রয় ১৫ রান করে অান্দ্রে রাসেলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। বর্তমানে ক্রিজে আছেন আলেক্স হেইলস ও জো রুট।
এর আগে কআজ লকাতার ইডেন গার্নেন্সে অনুষ্ঠিত গ্রুপ ২' র এক ম্যাচে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের করা ২০১ রানের জবাবে টাইগাররা ১৪৬ রান তুলতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ