আইসিসি টি২০ প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ৩৬ রানে হারে বাংলাদেশ দল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বৃহস্পতিবার বিকেল ৪টায়।
টস জিতে আগে ব্যাটিং নেয় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৩ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় জাহানারা আলমের দল।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান (৫১ বলে) করেন ওপেনার ও অধিনায়ক চার্লোটি এডওয়ার্ডস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা (৩৫)। ২৮ বল খেলে একটি ছক্কা ও চারটি ৪ দিয়ে ইনিংস সাজান তিনি।
এবারের বিশ্বকাপে বি-গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে জাহানারা আলমের দলের প্রতিপক্ষ হচ্ছে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মেয়েরা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আসরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এর আগে গত ১৫ মার্চ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ