টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৫৫ রানের বড় ব্যবধানের হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামী ২১ মার্চ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপে টিকে থাকতে টাইগাররা ওই ম্যাচে শক্তভাবেই ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমাদের পরবর্তী খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ। ইনশাল্লাহ আমরা শক্তভাবেই ‘কাম-ব্যাক’ করবো।
এর ৩ ঘণ্টা আগে আরেক স্ট্যাটাসে তাসকিন লেখেন, নিশ্চয় দেশবাসী আমাদের আগের মতোই দোয়া করে যাবেন, আমরাও আমাদের সেরাটা দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব