ফর্মে নেই ওপেনার সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালকে ঠিক মতো সঙ্গ দিতে পারছেন না। তবে ব্যাটিংয়ে দাপট দেখাতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন। যে ক্যাচ নিয়ে ‘সর্বকালের সেরা ফিল্ডার’ খ্যাত প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডসও প্রশংসা করেছেন। বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌম্য। পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পরও জানালেন সেমিফাইনালে খেলার কথা বললেন। সৌম্যর বলা কথাগুলো বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের সামনে তুলে ধরা হলো-
সেই ক্যাচ সম্পর্কে বলুন...
সৌম্য: ফিল্ডিংয়ে যখন আমি থাকি তখন সবসময় চেষ্টা করি ভালো কিছু করার বা এমন কিছু করার যেন সবাই দেখে। ওই সময় মিড উইকেট জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। চেষ্টা করি ভালো ফিল্ডিং করার বা ক্যাচ নেওয়ার। কাল একটা সুযোগ এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো লেগেছে।
টি-২০'তে প্রথম ৬ ওভারই ফিল্ডিং ভেতরে থাকে। এরপরই ছড়িয়ে দেওয়া হয়, কারণ ব্যাটসম্যানরা মারমুখি থাকে। ওইটা নিয়েই বেশি কাজ করেছি আমরা। কোচ রিচার্ড অনেক কাজ করিয়েছেন বাইরে ফিল্ডিং নিয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে হারার পর দলের অবস্থা কেমন এখন?
সৌম্য : আমরা খেলার মধ্যেই ছিলাম। সবার প্রথম ম্যাচ ছিল, আমাদের চার নম্বর ম্যাচ। আগের তিনটি আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়াতে। অবশ্যই সেমিফাইনালে যাওয়াই লক্ষ্য।
নিজের ফর্ম সম্পর্কে কী ভাবছেন?
সৌম্য: ব্যক্তিগত ফর্ম নিজের কাছে, আপনার সবাইও দেখেছেন একটু খারাপ যাচ্ছে। চেষ্টা করছি ফর্মে ফিরতে। অনুশীলনে বাড়তি সময় দিচ্ছি। ভুলগুলো কোথায় হচ্ছে, বের করার চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচগুলোয় রান পাব।
ফর্ম ফিরে পেতে ভালো সময়ের ভিডিওগুলো দেখেন কি?
সৌম্য: হ্যাঁ, সব সময়ই দেখি। এটাই এখন সবচেয়ে বেশি করছি যে নিজের ভালো ইনিংসগুলোতে যেভাবে খেলেছিলাম সেটা দেখে এখন পার্থক্যটা বের করার চেষ্টা করছি। ভালো খেলা সব ইনিংসই দেখছি। যেমন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে যে ডাবল সেঞ্চুরি করেছিলাম, সেটার ভিডিও পর্যন্ত দেখছি। ওইগুলো কি ছিল বা এখন কেমন হচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করছি।
ইডেন গার্ডেন কেমন লাগলো?
সৌম্য: ইডেনে আমার যেটা প্রথম মাথায় এসেছিল, এখানে আগে একটি ম্যাচই খেলেছিলাম। সেই ম্যাচে ১২৯ রানের ইনিংস খেলেছিলাম। ওইটাই আমি ভেবে নিয়েছিলাম যে আমার লাকি গ্রাউন্ড, হয়ত কামব্যাক করতে পারব। কিন্ত পারিনি।
এখন দল কি পরিকল্পনা করছে?
সৌম্য: সবচেয়ে বড় কথা হলো, আমি কেন এসব নিয়ে চিন্তা করব! আমি আপাতত যেটা ভাবছি, আমি যদি ভালো করি অবশ্যই আমার দলের জন্য ভালো হবে। আমি সেটিই চেষ্টা করছি দলকে ভালো কিছু দেওয়ার জন্য।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব