আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। এদিন আফগানদের ১৫৪ রানের টার্গেট ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন তিলকরত্নে দিলশান। তার ৫৬ বলের ইনিংসটিতে ছিল ৮ বাউন্ডারি ও ৩টি ছক্কা। এছাড়া অ্যাঞ্জেলা ম্যাথুস ১০ বলে ২১ এবং চান্দিমাল ১৭ বলে ১৮ রান করেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে তারা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডার ব্যাটসম্যান ও অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের দারুণ ব্যাটিংয়ে বড় ধরনের স্কোর দাঁড় করাতে সক্ষম হয় আফগানরা। ৪ ছক্কা এবং ৩ চারের সাহায্যে ৪৭ বলে ৬২ রানে অসাধারণ এক ইনিংস খেলেছেন এই আফগান অলরাউন্ডার। এ ছাড়া ১৪ বলে ৩১ রান তুলে দলকে লড়াই করার মতো পুঁজি যোগাড়ে সাহায্য করেছেন সামিউল্লাহ সিনওয়ারি।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দিলশানের অপরাজিত ৫৬ বলে ৮৩ রান এবং ম্যাথুসের ১০ বলে ২১ রানের ঝড়ো ব্যাটে চড়ে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব