বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ইডেন গার্ডেনের গ্যালারীর চিত্র নিয়ে যেন রীতিমতো গবেষণা শুরু হয়ে গেছে কলকাতায়। যেখানে ৯০ ভাগ সমর্থন বাংলাদেশের থাকার কথা ছিল, কিন্তু হলো তার ঠিক উল্টোটা! একনকি ভারতের বাঙালিরাও সমর্থন দেয়নি বাংলাদেশের! কলকাতাবাসীর এমন পাকিস্তানপ্রীতি দেখে রীতিমতো অবাক ভারতীয় ক্রিকেটের ওপর মহল। অনেকের আশঙ্কা, না জানি ‘ভারত-পাকিস্তান’ ম্যাচেও গ্যালারী পাকিস্তানের দখলে থাকে!
বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশ্যে পাকিস্তান থেকে ভারতে কেউ এসেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে! কেননা পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশের ব্যাপারে অনেক কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় সরকার। তাছাড়া প্রতিটি প্রদেশে যাওয়ার জন্য তাদের আলাদা ভিসা দরকার হয়। এতো ঝক্কি-ঝামেলা মাথায় নিয়ে খেলা দেখতে আসবে কে?
তারপরেও ইডেনের গ্যালারীতে এতো পাকিস্তানি সমর্থক এলো কোথায় থেকে? ‘জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা’ ইডেন প্রকম্পিত হচ্ছিল। এ দৃশ্য দেখে রীতিমতো অবাক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানে এতো সমর্থন পাব আশা করিনি। ভারতের মাটিতে পাকিস্তান জিতে গা শুনতে ভালোই লাগে।'
মাশরাফিদের ম্যাচের দিন বাংলাদেশ থেকে খেলা দেখতে আসা হাজার কয়েক দর্শক ছাড়া আর কোনো সমর্থক ছিল না ইডেনে। এমন দৃশ্য দেশে কলকাতার বাংলা পত্রিকার এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক বলেন, ‘ভারতের মাটিতে পাকিস্তানি ফ্লাগ তোলা নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে হৈ চৈ হওয়ার পরও এতো পাকিস্তানী সমর্থক এল কোথা থেকে? ইডেনের দৃশ্যটি না দেখলে বোঝার উপায় ছিল না, কলকাতার মানুষ দেখি পাগল হয়ে গেছে। এসবই আফ্রিদির কূট কৌশলের কুফল। সে সংবাদ সম্মেলনে একটা টোপ দিয়েছে, আর তা গো-গ্রাসে গিলেছে কলকাতাবাসী।'
ভারতের উদ্দেশ্যে পাকিস্তান ছাড়ার পূর্বে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছিলেন, ‘পাকিস্তানের চেয়ে ভারতের মানুষই আমাকে বেশি ভালোবাসে।‘ এরপর কলকাতাবাসী যেন আফ্রিদিকে নিজেদের মানুষ বলে আপন করে নিয়েছে। আর আফ্রিদিকে সমর্থন করতে গিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে ভারতীয়রা। তাছাড়া ২০১৪ সালে বিশ্বকাপে ‘বাংলাদেশ-ভারত’ কোয়ার্টার ফাইনালের পর অনেকেই বাংলাদেশ বিদ্বেষী হয়ে গেছে।
অশোক কুমার নামে ২৬ বছর বয়সী এক তরুণ বলেন, ‘আফ্রিদি আমাদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। তাই আমি তাকে ভালোবাসি। বুম বুমের জন্যই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি দেখেছি। তবে ভারতের বিরুদ্ধে খেলা হলে আমি কখনোই পাকিস্তানকে সমর্থন করব না।‘
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব