টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য অজিদের টার্গেট দাঁড়িয়েছে ১৪৩ রান।
শুক্রবার বিকাল ৪টায় ধর্মশালায় মাঠে নামে ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরে এটি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। অন্যদিকে, নিউজিল্যান্ডের জন্য এটি দ্বিতীয় ম্যাচ।
এদিন, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা এনে দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল। এর মধ্যে সবচেয়ে বেশি অাগ্রাসী ছিলেন গাপটিল। আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করেন এই ওপেনার। এরপর দলীয় ৬৬ রানে ২০ বলে ২৪ রান করে উইলিয়ামসন আউট হলেই ধস নামে কিউই ব্যাটিংওর্ডারে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত থামে ১৪২ রানে।
অজিদের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনার প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মিচেল মার্শ ও শেন ওয়াটসনও একটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব