এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন লাসিথ মালিঙ্গা। ওই ম্যাচে তার অসাধারণ বোলিংয়ে লঙ্কানরা জয় পেলেও হাঁটুর ইনজুরিতে পড়েন অধিনায়ক মালিঙ্গা। এরপর আর মাঠে নামা হয়নি তার।
কিন্তু বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়াননি টি-টোয়েন্টি সবচেয়ে ভয়ঙ্করতম এই বোলার। এমনকি টিম ম্যানেজমেন্টও দলের সেরা বোলারকে বাইরে রাখার পক্ষপাতি ছিলেন না। তাই এশিয়া কাপ থেকে শুরু করে সর্বশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেও ডাগ আউটে বসে খেলা দেখতে দেখা গেছে তাকে। তবে শুক্রবারই দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে।
তাদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা আর খেলতে পারবেন না। ইনজুরির কারণে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে তার পবিবর্তে দলে নতুন কে অন্তভূক্তি হচ্ছে তা এখনো জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব