টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে ভারতের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল কিউইরা। বর্তমানে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষে কেন উইলিয়ামসনের দল।
শুক্রবার বিকাল ৪টায় ধর্মশালায় মাঠে নামে ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টস জিতে এদিন আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা এনে দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল। এর মধ্যে সবচেয়ে বেশি অাগ্রাসী ছিলেন গাপটিল। আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করেন এই ওপেনার। এরপর দলীয় ৬৬ রানে ২০ বলে ২৪ রান করে উইলিয়ামসন আউট হলেই ধস নামে কিউই ব্যাটিংওর্ডারে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত থামে ১৪২ রানে।
অজিদের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনার প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মিচেল মার্শ ও শেন ওয়াটসনও একটি করে উইকেট নেন।
১৪৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকেও উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার উসমান খাজা ও শেন ওয়াটসন। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ৪৪ রান। অজি শিবিরে প্রথম আঘাত হনেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাগহান। ওয়াটসনকে ক্রিজ ছাড়া করা এই পেসার পরে আরও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ম্যাচে জয়ের আশা টিকে ছিল তাদের। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৯ রান। হাতে ছিল ৩ উইকেট। ওই সময় ম্যাচে নেমে আসে রোমাঞ্চক নাটকীয়তা।
শেষ ওভারের প্রথম বলেই জেমস ফকনারের উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন। পরের বলে ১ রান নেন অস্ট্রেলিয়ার কোল্টার-নাইল। পরের বলেই পিটার নেভিলের বিগ হিট; ছক্কা! ফলে শেষ ৩ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১২ রান। দুটি ছক্কা কিংবা ৩টি চার হলেই চলে। অস্ট্রেলিয়ার পক্ষে অসম্ভব বিষয় নয়। নিউজিল্যান্ড কি পারবে তাদের ঠেকাতে? টানটানা উত্তেজনায় সবাই। অ্যান্ডারসনের চতুর্থ বলে ১ রান নিলেন নেভিল। ২ বলে প্রয়োজন ১১ রান। ম্যাচ নিউজিল্যান্ডের দিকে ঝুঁকে পড়েছে। তবে স্ট্রাইকিংয়ে থাকা কোল্টার-নাইলের ছক্কা মারার ক্ষমতা রয়েছে। তিনি কি পারবেন পর পর দুই বলে দুটি ছক্কা হাঁকাতে? না, পারেননি কোল্টার-নাইল। উল্টো পঞ্চম বলে তার স্ট্যাম্প ভেঙে দিয়েছেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের জয়টা নিশ্চিত হয়ে গেল ১ বল বাকি থাকতেই!
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব