২২৯ রান করেও জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। এত বড় স্কোর করেও ২ উইকেটে হারল তারা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে জো রুটের ৮৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিল প্রথম ম্যাচে গেইলের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড।
শুক্রবার মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ২ উইকেট হাতে থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স হ্যালেস, জ্যাসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মুঈন আলী, ক্রিস জর্ডান, আদিল রশীদ, রীসি টুপলে ও ডেভিড উইলি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, কাইল অ্যাবোট, ক্রিস মরিস, ডেইল স্টেইন, রাবাদা ও ইমরান তাহির।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন