আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আজ শনিবার এ সিদ্ধান্ত দিয়েছে আইসিসি।
এর আগে গত শনিবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন স্পিনার আরাফাত সানি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির দুজনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এ অভিযোগের ভিত্তিতে আরাফাত সানির পরীক্ষা নেয় আইসিসি।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা