অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে টাইগার স্পিনার আরাফাত সানির পর এবার পেসার তাসকিন আহমেদকেও নিষিদ্ধ ঘোষণা করলো আইসিসি। যদিও প্রথম দিকে তাসকিনের বোলিং অ্যাকশন বৈধ বলে খবর পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে তাসকিনের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে আইসিসির বিবৃতি হতাশ করে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের।
শনিবার বিকাল ৫টার দিকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
গত ১৫ মার্চ ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন তাসকিন আহমেদ। এর আগে পরীক্ষা দেন আরাফাত সানি। শনিবার দু'জনেরই বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি।
বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দেয়ার পর সেই অ্যাকশন বৈধ হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তাসকিন ও সানি। তার আগ পর্যন্ত নিষিদ্ধই থাকবেন তারা। তবে এসময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তারা অংশ নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৬/মাহবুব