অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অলরাউন্ডার শুভাগত হোমকে ভারতে পাঠানো হচ্ছে। এছাড়া স্পিনার আরাফাত সানির বদলি হিসেবে যাচ্ছেন সাকলাইন সজীব।
শনিবার সন্ধ্যায় টিম ম্যানেজমেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবের পক্ষের থেকে এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে, আইসিসি নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ বলে বিবৃতি দেয়। এতে আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে তাদের সাময়িকভাবে নিষিদ্ধের কথা জানানো হয়। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে তাদের কোনো বাধা নেই।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৬/মাহবুব