টাইগার পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার দুপুরে গুলশানে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, বোর্ডের সভায় তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি তারা (আইসিসি) বিষয়টি ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন।
প্রসঙ্গত, অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে শনিবার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ হওয়া কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব