প্রেস কনফারেন্স রুম থেকে বের হয়েই হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন মাশরাফি! টাইগার ক্যাপ্টেনের শিশুর মতো কান্না অশ্রু রোধ করতে পারেননি উপস্থিত সাংবাদিকরাও। তাসকিনের সাময়িক নিষিদ্ধের বিষয়টি যেন মেনেই নিতে পারছেন না টাইগার ক্যাপ্টেন। কেনই বা মেনে নেবেন? কিভাবে মেনে নেবেন?
নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে ম্যাচের জন্য তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে দুই আম্পায়ার ভারতের সুন্দরম ও ইংল্যান্ডের রড টাকার প্রশ্ন তুলেছিলেন, আসলে সে ম্যাচে সন্দেহের কিছু খুঁজে পায়নি চেন্নাইয়ের গবেষণাগার। শুধুমাত্র বাউন্সার দেওয়ার সময় তাসকিনের কনুই নাকি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। অথচ ডাচদের বিরুদ্ধে ম্যাচে চার ওভারে একটা বাউন্সারও দেননি তাসকিন। তাহলে কিসের ভিত্তিতে তাসকিনকে নিষিদ্ধ করা হলো? প্রশ্ন সবার, কিন্তু উত্তর জানা নেই!
সব কিছু জানার পরও নিরুপায় মাশরাফি তবুও সুবিচার চাইলেন আইসিসির কাছে। অশ্রুসজল নয়নে কান্না জড়িত কণ্ঠে থেমে থেমে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই হতাশার। আমি এখনো জানি, তাসকিনের কোনো সমস্যা নেই। বিষয়টি বিসিবি ও আইসিসির ব্যাপার। কি হবে জানি না। সিস্টেম সম্পর্কেও আমি কিছু জানি না। আমি চাই, তাসকিনের প্রতি ন্যায়-বিচার করা হোক!’
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মুখ থেকে যেন কথাই বের হচ্ছিল না মাশরাফির। গলা ধরে আসছিল। তারপরেও থেমে থেমে কথা বললেন, দীর্ঘ ২৫ মিনিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে একটা কী দুইটা প্রশ্ন ছিল, বার বার তাসকিন-সানির বিষয়টি সামনে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে একের পর এক উত্তর দিয়েছেন ম্যাশ।
তাসকিন-সানিকে কতটা মিস করবেন? এমন প্রশ্নে কয়েক মুহূর্ত কথাই বলতে পারেননি ম্যাশ। কৌশলে অশ্রু সংবরণ করে কিছুটা স্বাভাবিক হয়ে তিনি বলেন, ‘আমরা তাসকিন ও সানির সব কিছুই মিস করবো। এরা দু’জন সত্যি খুব ভালো বোলিং করছেন। গত ৮ ম্যাচে তাসকিন অসাধারণ বোলিং করেছে। সারা বিশ্বেই সে একটি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সানিও বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে ভালো বোলিং করেছে। এমনকি গত ম্যাচেও সে দারুণ করেছে। এটা আমাদেও জন্য অনেক বড় আঘাত।'
আইসিসি অমানবিকতা দেখিয়েছে রিপোর্ট প্রকাশের ক্ষেত্রেও। এমন এক সময় তাসকিন-সানিকে নিষিদ্ধ করা হলো যখন পরিবর্তিত খেলোয়াড় নেওয়ারও সুযোগ নেই। হ্যাঁ, একদিনের নোটিশে সাকলাইন সজীব ও শুভাগত হোমকে বেঙ্গালুরুতে নিয়ে আসা গেছে সত্য, কিন্তু কোনো অনুশীলন না করে না ঘুমিয়ে তারা কি আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন?
আইসিসির এমন আচরণে পুরো দল হতাশ! মানসিকভাবেই ভেঙে পড়েছেন ক্রিকেটাররা। এমন ভাঙা মন নিয়েও আজ শতভাগ উজাড় করে লড়াই করার কথা বললেন মাশরাফি। দেশের জন্য স্যাক্রিফাইস বলে কথা!
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা