ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার দেয়া মাত্র ১২৩ রানের লক্ষ্যটা তিন উইকেট হারিয়েই টপকে গেল ক্যারিবীয়রা। সুপার টেনে গ্রুপ 'ওয়ান'র টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।
টি-টোয়েন্টিতে এ নিয়ে ৯ বারের মুখোমুখি লড়াইয়ে তিন ম্যাচে জয় পেল ক্যারিবীয়রা। ছয়টি জেতে লঙ্কানরা। আর বিশ্বকাপে সাতবারের দেখায় দুই জয়ের বিপরীতে পাঁচটিতেই হার মানে ও. ইন্ডিজ।
রবিবার (২০ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রানের স্বল্প পুঁজি দাঁড় করায় লঙ্কানরা।
সহজ লক্ষ্যে খেলতে নেমে আন্দ্রে ফ্লেচারের ৮৪ রানের অপরাজিত ইনিংসে ১০ বল বাকি থাকতেই জিতল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৫.২ ওভারে ৩৯ রান তোলেন জনসন চার্লস (১৩ বলে ১০) ও ফ্লেচার। ওয়ানডাউনে নামা মারলন স্যামুয়েলস মাত্র ৩ রান (১২ বলে) করেই সাজঘরে ফেরেন। দিনেশ রামদিন ১৩ বল মোকাবেলায় ৫ রান করে আউট হন।
তবে একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দেন ক্রিস গেইলের পরিবর্তে ওপেনিংয়ে নামা ফ্লেচার। ৬৪ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। এতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার মার। তার সঙ্গে ৮ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
লঙ্কানদের হয়ে মিলিন্ডা সিরিবর্ধনে দু’টি ও বাকি উইকেটটি নেন জেফরি ভান্ডারসে।
এর আগে ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। দলীয় ৪৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে লঙ্কারা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে বিপর্যয় কিছুটা সামাল দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরা।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ