লা লিগায় অদম্য গতিতে ছুটে চলা বার্সেলোনার জয়রথ থামিয়ে দিয়েছে ভিয়ারিয়াল। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো ভিয়ারিয়ালের মাঠে গতরাতে হোঁচট খেয়েছে লুইস এনরিকের দল।
ভিয়ারিয়ালের মাঠে রবিবারের এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ২-২ এ ড্র করে করে বার্সেলোনা। লিগে টানা ১২ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো দলটি। জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল মেসি-নেইমাররা।
এদিকে, সেভিয়ার বিপক্ষে লিগের প্রথম পর্বে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ‘বিবিসি’ নামে পরিচিত তারকাসমৃদ্ধ আক্রমণভাগ জ্বলে ওঠায় সহজ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে গতরাতের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে রিয়াল।
এই জয়ে ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ড্র করেও ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই আছে লুইস এনরিকের দল।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ