ভারতের জাতীয় ক্রিকেট দলের ওডিআই ও টি-২০ অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জনকারী শীর্ষ ক্রিকেটারদের একজন তা কমবেশি সবারই জানা। তবে খেলার সময় ব্যাটে কোনো কোম্পানির স্টিকার লাগিয়ে আয়ের দিক দিয়ে ধোনিকে ছাড়িয়ে গেলেন 'রেড হট' বিরাট কোহলি। ধোনি তার ব্যাটে স্পারটান কোম্পানির স্টিকার লাগিয়ে যেখানে বছরে আয় করেন ৬ কোটি রুপি সেখানে এ থেকে কোহলির আয় ৮ কোটি রুপি। কোহলি খেলার সময় এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন। সেইসঙ্গে খেলার সময় গায়ে কোনো ব্রান্ডের কাপড় জড়িয়ে ও জুতা পরা থেকে ভারতের টেস্ট দলের এ অধিনায়কের আয় আরো ২ কোটি রুপি। তবে টিভি বিজ্ঞাপনে আয়ের দিক দিয়ে শীর্ষেই আছেন ধোনি। এ খাত থেকে ধোনির অায় যেখানে ৮ কোটি রুপি সেখানে কোহলির তা ৫ কোটি রুপি।
ভারতের ক্রিকেট দলের অন্যান্য খেলোয়াড়েরাও ব্যাটে বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন। এর মধ্যে জার্মান ক্রীড়াসামগ্রি নির্মাণকারী প্রতিষ্ঠান পুমার স্টিকার ব্যাটে লাড়িয়ে যুবরাজ সিংয়ের আয় ৪ কোটি রুপি। সুরেশ রায়না ও রোহিত শর্মা তাদের ব্যাটে সিয়াট কোম্পানির স্টিকার ব্যবহার করে আয় করেন যথাক্রমে ২.৫-৩ কোটি রুপি ও ৩ কোটি রুপি। ওপেনার শিখর ধাওয়ানও তার ব্যাটে এমআরএফ স্টিকার ব্যবহার করেন। ফলে এ থেকে তার আয় ৩ কোটি রুপি। এছাড়া অজিঙ্কা রাহানে আয় করেন ১.৫ কোটি রুপি।
বিশ্বের অন্যান্য দেলের ক্রিকেটারদের চেয়ে ভারতীয় ক্রিকেটাররাই ব্যাটে বিজ্ঞাপন থেকে সবচেয়ে বেশি আয় কারণ ভারতে ক্রিকেট-ই সবচেয়ে বেশি দর্শক টানে। ফলে বিশ্বের বিখ্যাত বিভিন্ন স্পোর্টসওয়্যার ব্রান্ড যেমন নাইক ও পুমার পাশাপাশি মার্কিন কোম্পানি 'নিউ ব্যালান্স' ও ইউরোপীয়ান কোম্পানি 'হেড'ও ভারতে অনুষ্ঠিত টি-২০ লিগগুলোকে টার্গেট করছে।
এদিকে, বিদেশিদের মধ্যে ক্যারিবীয় ক্রিকেট দানব ক্রিস গেইল ব্যাটে স্টিকার থেকে আয় করেন ৩ কোটি রুপি। গেইল তার ব্যাটে স্পারটান কোম্পানির স্টিকার ব্যবহার করেন। আর প্রোটিয়া ব্যাটিং স্টার এবি ডি ভিলিয়ার্স এ থেকে আয় ৩.৫ কোটি রুপি। তিনি শিগগিরই এমঅারএফ স্টিকার ব্যাটে ব্যবহার করবেন বলে সূত্র জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ