স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আরও ছয় বছর খেলবেন তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। অন্তত আরও ছয় বছর এখানেই খেলবেন এই তারকা ফরোয়ার্ড। বেলের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এতে বলা হয়, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকছেন ওয়েলসের এই ফরোয়ার্ড। আজ সোমবার ২৭ বছর বয়সী এই তারকা সংবাদ সম্মেলনে আসবেন বলে জানা গেছে।
বেল ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে সে সময়ের রেকর্ড ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন। গত তিন বছরে রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি করে কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্ব কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি।
অবশ্য রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত খেলা ১৩৫ ম্যাচে ৬৩ গোল করা বেলের এখনও স্পেনের সর্বোচ্চ লিগ লা লিগার শিরোপা জেতা হয়নি। তবে চলতি মৌসুমেই সেই আক্ষেপ ঘুচে যেতে পারে তার। কেননা এখন পর্যন্ত যে দুর্দান্ত খেলছে তার দল।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-৮