পেশাদারিত্ব কেমন হওয়ার উচিত তার উদাহরণ হতে পারেন লিয়াম থমাস। দুবাইয়ে শারীরিক প্রতিবন্ধী টি-২০ টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিং করার সময় কৃত্রিম পা খুলে গেলেও, বল বাউন্ডারিতে পৌঁছতে দেননি এই ইংলিশ ক্রিকেটার। তা মজা করে ভারতীয় একটি অনলাইন পোর্টাল লিখেছে, বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর অ্যালিস্টার কুকদের অনুপ্রেরণা দিতে পারেন লিয়াম থমাস!
আইসিসি অ্যাকাডেমি দুবাই আমন্ত্রণী টি-২০ টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলছিল ইংল্যান্ড। ডিপ-স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন থমাস। দ্রুত দৌড়ে চার বাঁচাতে গিয়ে তার কৃত্রিম পা খুলে যায়। তবুও এক পায়ে বল ধরে সঙ্গে সঙ্গে সতীর্থদের কাছে পাঠিয়ে দেন। তারপর আবার তার কৃত্রিম পা পরে নেন থমাস। ইংল্যান্ড ম্যাচটা হারলেও থমাসের এই প্রচেষ্টা বিশ্ববাসীর নড়র কাড়ে।
অন্যদিকে, বাংলাদেশের মাটিতে লজ্জাজনকভাবে টেস্ট হারে কুকবাহিনী। মিরপুর টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় টাইগাররা। এ জয়ের ফলে দু’ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। কিন্তু এর থেকে বড় সাফল্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৯