প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের জয়টা অনেক কারণেই বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’। বলতে পারেন, কত ঐতিহাসিক ম্যাচ তো দেখা যায়, কিন্তু তার সব কি মানুষ মনে রাখে? তবে মিরপুর টেস্টটি ক্রিকেট প্রেমিকরা অনেক দিন স্মরণ রাখবেন, কেবল সাকিব আল হাসানের কারণে, আরও সহজ করে বললে বেন স্টোকসকে আউট করে সাকিব আল হাসানের স্যালুট প্রদর্শনের জন্য। যা ইতিমধ্যে বেশ কিছু দূর গড়িয়েছে। স্যালুটের জবাবে সাকিবকেও টুইটারে স্যালুট জানিয়েছেন বেন স্টোকস। তবে বিষয়টা এখানেই থেকে থাকেনি। সর্বশেষ খবর হল, ইংলিশ অলরাউন্ডারের টুইটের জবাব দিয়েছেন সাকিবও।
টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরপুরে তখন ইংলিশ ব্যাটসম্যানদের সবাই একে একে ফিরে গেছেন। কিন্তু পুরো সিরিজে বাংলাদেশের জয়ের পথের কাটা বেন স্টোকস তখনও স্বাচ্ছন্দ্যে ব্যাট করে যাচ্ছেন। এই রকম পরিস্থিতে তাকে আউটের দায়িত্ব পড়ে সাকিব আল হাসানের ওপর। ব্যক্তিগত ২৫ রানে দুরন্ত এক ডেলিভারিতে স্টোকসকে সরাসরি বোল্ড আউট করে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সাকিব। এরপর সাকিবের সেই আলোচিত স্যালুট।
ম্যাচ শেষে টুইটারে সাকিবকে পাল্টা স্যালুট জানান স্টোকসও। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘অসাধারণ টেস্ট/ওয়ানডে সিরিজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষ এবং নিরাপত্তাব্যবস্থাকে স্যালুট, এবং অবশ্যই সাকিব আল হাসানকেও!’
এমন টুইটে বেশি আক্ষেপ মেটাতে পারেননি বেন স্টোকস। পরে আবারও টুইট। এবার লেখেন, ‘সাকিব তুমি ভালো সতীর্থ হতে, যদি আমাকে আউট করার পর ওভাবে উদযাপন না করতে।’
সাকিবও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি সুন্দর করে টুইটারে স্টোকসকে লেখেন, ‘বেন স্টোকস, তুমি সব সময়ই একজন ভালো সতীর্থ ছিলে এবং থাকবে।’ এখন দেখা যাক জবাবে কী বলেন স্টোকস।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-২৪