টানা দুই বছর বিশ্বের এক নাম্বার ডাবলস খেলোয়াড়ের সম্মান ধরে রাখলেন ভারতীয় টেনিসের এই গ্ল্যামারগার্ল। যদিও ডব্লিউটিএ ফাইনালসের ফাইনালে হেরে যান সানিয়া মির্যা। তবে ডাবলসের এক নাম্বার স্থানটা ধরে রাখলেন সানিয়া মির্জা।
আড়াই মাস পর এই টুর্নামেন্ট দিয়ে আবারও মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামেন সানিয়া। কিন্তু সেমিফাইনালে হেরে যায় ইন্দো-সুইস জুটি। তবে সিঙ্গাপুর জয়ের খুব কাছাকাছি পৌছে গিয়েছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। হারলেও এক নাম্বার স্থানটা ধরে রাখতে পেরে খুশি সানিয়া।
তিনি বলেন ‘আমি অত্যন্ত খুশি। এটা আমার কাছে দারুণ সম্মানের। টানা দুই বছর এক নাম্বার স্থানটা ধরে রাখতে পারার অনুভূতিটা দুর্দান্ত।’
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-১৭