'কাউকে টেলিভিশনে দেখে বোঝাই যায় না, তার মনের ভেতর আসলে কী চলছে। একজন পেশাদার ক্রীড়াবিদ হয়তো এই যন্ত্রণার প্লাবন নিজের মতো করে সামলে ওঠার সুযোগ পান। ভুলে থাকার সুযোগ পান। তবে হগের কাছে আট বছর আগে, সেই পথটাও খোলা ছিল না।'
সাবেক অস্ট্রেলীয় ক্রিকেট তারকা ও সতীর্থ ব্র্যাড হগের আত্মজীবনীমূলক বই 'দ্য রং আন' (দ্য রং ওয়ান) পড়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মিচেল জনসন।
'দ্য রং আন' বইটিতে হগ জানিয়েছেন এক-দুই বার নয়, চার বার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। সংসার টিকিয়ে রাখতে ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন হগ। কিন্তু সেই সংসারটা টিকিয়ে রাখতে পারেননি তিনি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বারবার সে সিদ্ধান্তকে তার ভুল মনে হয়েছে। কিন্তু সেখানেও ফিরে আসার পথ খোলা ছিল না।
হগের আত্মজীবনীমূলক বইটি প্রকাশ করেছে ‘ফেয়ারফেক্স মিডিয়া’। বইয়ে নিজের নানা বেদনায়ক অভিজ্ঞতায় বর্ণনা করতে গিয়ে হগ লিখেছেন, ক্রিকেট ছিল আমার কাছে নেশার মতো। তাই ক্রিকেট নিয়েই বুঁদ হয়ে থাকতাম। এ কারণেই অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য সব সময় ছটফট করতাম। তবে ক্রিকেট নিয়ে আমার আবেগ, পাগলামি প্রাক্তন স্ত্রী একেবারেই পছন্দ করত না। আর এটাই ছিল আমাদের সমস্যার মূল জায়গা।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-১৮