গত ১০ বছর ধরে দুর্দান্ত সাফল্যের সঙ্গে ক্লাব বার্সেলোনায় খেলে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। কাতালানদের হয়ে খেলেছেন ৫৭৫টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৪৭৮টি। বিশ্বসেরা এই ফুটবলার জানালেন, ক্লাবের ড্রেসিং রুম একে অপরের সাথে সুন্দর সম্পর্কই দলের সাফল্যের মূল চাবিকাঠি।
বার্সায় এখন পর্যন্ত মেসি আটবার লা লিগার শিরোপা জিতেছেন। এছাড়া, চারবার কোপা দেল রে, সাতবার সুপারকোপা ডি এসপানা, চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার কাপ আর তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি।
লিওনেল মেসি জানান, ‘আমরা আসলে একটি দল হয়েই খেলে থাকি। যার কারণে আমাদের এতো শিরোপা ঘরে এসেছে। দলের সবাই একসঙ্গে কঠোর পরিশ্রম করি, ড্রেসিং রুমে নিজেদের সবকিছু একে অপরের সঙ্গে শেয়ার করি। এখানে কোনো অহংবোধ থাকে না। স্কোয়াডের সবাই সেটা মেনে চলার চেষ্টা করে।’
বার্সার সেরা এই তারকা আরও জানান, ‘আমরা অনুশীলন মাঠে নিজেদের প্রস্তুতি উপভোগ করি। একসঙ্গে খেলতে গিয়ে উপভোগ করাটা আমাদের ম্যাচে গোল করতে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ভীষণ চাপের মাঝেও তাই আমরা খেলাটি উপভোগ করতে চেষ্টা করি।’
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-১৮