ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল খেলোয়ার মাহেন্দ্র সিং ধোনি। জানা যায়, আগামী বছর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আর সেখানেই অনুষ্ঠিত হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। এদিকে ধোনির ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির পরেই ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিত পাওয়া গেলেও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ারকে টেনে নিয়ে যাবার ইচ্ছা তার। যদিও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনির বয়সও ৩৮’র কাছাকাছি গিয়ে পৌঁছবে।
তবে ধোনি এখনই নিজের উইকেট কিপিং গ্লাভস ও ব্যাট তুলে রাখতে রাজী নন। চলতি বছরের পরে নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জের কথা বললেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ধোনীকে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্নও দেখাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস সবচেয়ে বড় নিয়ামক। কিন্তু ধোনিকে সেই বিষয়টি নিয়ে মোটেই চিন্তা করতে হবে না। ২০১৯ সালে তার খেলার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলে জানান সাবেক উইকেটরক্ষক কিরন মোরে।
এদিকে সাবেক নির্বাচক ভিক্রম রাঠোরও ধোনি খেলা চালিয়ে যাবার পক্ষে মত দিয়ে বলেন, ধোনী চাইলে অবশ্যই খেলতে পারবে। তার ফিটনেসও যথেষ্ঠ ভাল আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার