১ নভেম্বর, ২০১৬ ১৬:৪৭

ভারতে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজ

অনলাইন ডেস্ক

ভারতে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজ

ইউরোপের বাইরে জনপ্রিয়তা বাড়াতে ভারতের মাটিতে একটি প্রীতিম্যাচ খেলার কথা জানিয়েছেন ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। ভারতের আমন্ত্রণে এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেনের ক্লাবটি। খবর দ্য হিন্দুর।

তবে কবে নাগাদ ভারতের মাটিতে পা রাখবেন মেসি-নেইমার-সুয়ারেজরা, তা স্পষ্ট করে বলেননি বার্সা প্রেসিডেন্ট। তবে তিনি জানান, আগামী ২-৩ বছরের মধ্যে বার্সেলোনা ভারতের মাটিতে খেলতে যাবেন।

কাতালান ক্লাবটির সভাপতি আরও বলেন, ''আমি অবগত, ভারতে ক্রিকেট বেশ জনপ্রিয়। কিন্তু, এটাও জানি ভারতে বার্সেলোনাও বেশ জনপ্রিয়। আমরা সেখানকার তরুণ কোচদের নিয়ে কাজ করতে চাই। স্থানীয় যে লিগগুলো চলে, সেগুলোর দেখভালের দায়িত্ব নিতে চাই। বার্সার কিছু ফুটবল স্কুল সেখানে গড়তে চাই।’

স্পেনের বাইরে হংকং এবং যুক্তরাষ্ট্রে বার্সা তাদের অফিস গড়ে তুলেছে। ইতোমধ্যেই বার্সার পরিকল্পনাতে আছে আরও ২০টি ফুটবল স্কুল গড়ে তোলার। ভারতের মুম্বাই এবং দিল্লিতেও এই ফুটবল স্কুল গড়ে তুলতে আগ্রহী কাতালানরা।

বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর