নিষেধাজ্ঞা কাটিয়ে বেশ কয়েক মাস পার হয়ে গেছে মাঠে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ফিক্সিংয়ের আগে ও পরে মিলিয়ে ইতিমধ্যে ১৯ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে ক্যাচ ধরা হয়নি। ক্যারিয়ারের ২০তম ম্যাচে সেই কাঙ্ক্ষিত ক্যাচটি ধরলেন পাকিস্তানের এই পেস সেনসেশন। শারজাহে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ড্যারেন ব্রাভোর দেওয়া একটি অসাধারণ ক্যাচ তালুবন্দি করেন তিনি।
আর সেই ক্যাচ নিয়েই ইতিহাস। সবচেয়ে বেশি টেস্ট খেলে প্রথম ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েছেন আমির। তালিকায় আমিরের ঠিক পরে আছে সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ তালার (১৮)। তিনে অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা (১৬)।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচজনের তালিকা।
নাম টেস্ট
১. মোহাম্মদ আমির ২০
২. জিওফ তালার ১৮
৩. গ্লেন ম্যাকগ্রা ১৬
৪. মোহাম্মদ সামি ১৬
৫. জিওফ ডায়মক ১৫
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব