আইপিএলের দশম আসরে দেখা যাবে না পাকিস্তানি বাহাতি সাবেক পেসার ওয়াসিম আকরামকে। আগামী বছর আইপিএলের সময় অন্য কাজের সঙ্গে জড়িয়ে থাকবেন তিনি। ফলে সময় দিতে পারবেন না তার দল কলকাতা নাইট রাইডার্সকে।
যার ফলে কলকাতার ডাগআউটে বসে থাকতে দেখা যাবে না তাদের বোলিং কোচ ওয়াসিম আক্রামকে। সাবেক এই পাক পেসার বলেছেন, ‘কেকেআরের মতো একটা দুর্দান্ত দলের সঙ্গে এতবছর ধরে যুক্ত রয়েছি। কিন্তু পেশাগত কিছু কারণের জন্য সামনের বছর কলকাতার সঙ্গে থাকতে পারব না। কে কে আরের ড্রেসিংরুমটা দারুণভাবে মিস করব। তবে আমি না থাকলেও কলকাতা সাফল্য পাবে।’
নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘আমরা ওয়াসিম ভাইকে মিস করব। আমাদের সঙ্গে বেশ কয়েকবছর ধরেই জড়িয়ে রয়েছেন উনি। ২০১২ ও ২০১৪-য় আই পি এল জয়ের ওয়াসিম আক্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সামনের বছর আক্রাম ভাই আমাদের সঙ্গে থাকছেন না। তবে তার জন্য শুভেচ্ছা রইল।’
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১২
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        