মুরালি বিজয় ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত। ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪৫১ রান। ১৪৭ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক কোহলি।
১৪৬ রানে এক উইকেট হারানো ভারত তৃতীয় দিনের শুরুতেই ৪৭ রানে অপরাজিত থাকা চেতশ্বর পুঁজারাকে হারায়। তাকে বোল্ড করেন জ্যাক বল। তবে এরপর কোহলিকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন ওপেনার বিজয়। আদিল রশিদের বলে আউট হওয়ার আগে তিনি ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করে ১৩৬ রানে মাঠ ছাড়েন।
এরপর বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহ এনে দেন কোহলি। দিন শেষে ১৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অপর প্রান্তে ৩০ রানে অপরাজিত থাকেন জয়ন্ত যাদব। ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন মঈন আলী, আদিল রশিদ ও জো রুট।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        