মুম্বাই টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছে ভারত। একটার পর একটা নজির গড়ে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তার দলে নাম লেখালেন জয়ন্ত যাদবও। তিনিও নাম লিখিয়ে ফেললেন রেকর্ড বইয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় হিসেবে ৯ নম্বরে নেমে শতরান করলেন তিনি।
খেলার তৃতীয়দিন যখন ব্যাট করতে নেমেছিলেন ভারত তখন তাদের রান ছিল সাত উইকেট হারিয়ে ৩৬৪। চতুর্থদিন লাঞ্চের পর জয়ন্ত যখন আউট হলেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১০৪ রান। বিরাটের সঙ্গে জুটিতে তুলেছেন ২৪১ রান। টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অষ্টম উইকেটের জুটিতে যা রেকর্ড। 
 
সিরিজের তৃতীয় টেস্টে বোলিং তো বটেই, পাশাপাশি ব্যাট হাতেও দারুণ সফল তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে শতরানের পাশাপাশি একটা অর্ধশতরানও করেছেন। লোয়ার অর্ডারে জাতীয় দলকে এই সিরিজে দারুণ নির্ভরতা দিচ্ছেন জয়ন্ত যাদব। 
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৬
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        