পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে শেষ ওয়ানডেতে জয়ের জন্য সফরকারীদের ৩৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড যোগ করেন ২৮৪ রান। এই জুটি আর মাত্র ৩ রান যোগ করতে পারলেই ভেঙে যেত ২০০৬ সালে শ্রীলঙ্কার দুই ওপেনার মারভান আতাপাত্তু ও সনাৎ জয়সুরিয়ার করা রেকর্ড ২৮৬ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড।
সিরিজে ইতিমধ্যেই ৩–১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে পঞ্চম একদিনের ম্যাচে পাকিস্তানকে বেশ বড় চ্যালেঞ্জের মুখেই ফেলে দিল অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। ওয়ার্নার করলেন ১৭৯ রান। সঙ্গে হেড করলেন ১২৮। প্রথম উইকেট পড়ে ৪২ ওভারের মাথায়। পরের ব্যাটসম্যানরা অবশ্য কেউ সুবিধা করতে পারেনি। স্মিথ ৪, ম্যাক্সওয়েল ১৩, ওয়াইড ৮ রান করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে অস্ট্রেলিয়ার রান হয় ৭ উইকেটে ৩৬৯।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব