দীর্ঘ ১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস। আর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বোন সেরেনা উইলিয়ামসের। গ্র্যান্ড স্লাম ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হচ্ছেন সাবেক নাম্বার ওয়ান দুই বোন।
প্রথম সেমিফাইনালে স্বদেশি আমেরিকান কোকো ভ্যান্ডেওয়েগিকে ৬-৭, ৩-৭, ৬-২, ৬-৩ গেমে হারান ভেনাস উইলিয়ামস। অপর সেমিফাইনালে মিরিয়ানা লুচিচ-বারোনিকে ৬-২, ৬-১ গেমে হারান ওয়ার্ল্ড নাম্বার টু সেরেনা উইলিয়ামস। খবর বিবিসির।
২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড করতেই খেলতে নামবেন সেরেনা উইলিয়ামস। এছাড়া ফাইনালে জয় পেলে র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে আসবেন তিনি।
আগামী শনিবার হবে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনাল ম্যাচ। এখনও দেখার বিষয় কার হাতে উঠে বছরের প্রথম শিরোপা।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব