কোপা দেল রে থেকে ছিটকে পড়ায় ট্রেবলটা এবারও জেতা হলো না রিয়াল মাদ্রিদের। তবে আসর থেকে বিদায় নিলেও গ্যালাকটিকোদের নিয়ে আশাবাদী কোচ জিনেদিন জিদান। জিদান জানান, সুযোগ ছিল তবে আমরা নিতে পারিনি। এবার অন্যভাবে ভাবতে চাই। আমরা যদি কঠোর পরিশ্রম করি তবে আরও বড় কিছু অর্জন করতে পারবো।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৪-৩ ব্যবধানে হেরে বসে রোনালদোরা। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচে মাত্র একটিতে জয় এসেছে তাদের।
এবার কোপা দেল রে’তে ছিটকে গেলেও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে রিয়াল। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে। তাই এমন হারকে খুব বেশি উদ্বেগের কারণ মনে করছেন না জিদান।
বিডি প্রতিদিন/এ মজুমদার