অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তান হেরেছে ৫৭ রানে। হেরে গেলেও কিন্তু এই ম্যাচে সফরকারীরা পেয়েছে বড় এক প্রাপ্তি। পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আর তার এই সেঞ্চুরির ফলে দীর্ঘ ৩৫ বছরের আক্ষেপ ঘুচেছে পাকিস্তানের।
২২ বছর বয়সী বাবর আজম ওয়ানডেতে দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই সেঞ্চুরি পেয়েছেন। এর আগে জহির আব্বাস ১৯৮১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। সেই ম্যাচে জহির আব্বাস ১০৮ রান করেছিলেন তিনি।
বৃহস্পতিবার অ্যাডিলেডে বাবর আজম আউট হয়েছেন ১০০ রান করে। ১০৯ বলে সাত চার ও এক ছয়ে ১০০ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি বাবর আজমের চতুর্থ সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচের সেঞ্চুরি হাঁকান পাকিস্তানি এই ক্রিকেটার।
বাবর আজমের সেঞ্চুরির পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দেখা পায়নি সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচেও তাদের পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলাফল ৫৭ রানের পরাজয় আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানে সিরিজ জয়।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১১