এমনিতেই খুব ঠাণ্ডা প্রকৃতির টাইগার টেস্ট স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। অথচ তিনিই কিনা বিমানবন্দরে আনসার সদস্যদের হাতে লাঞ্ছিত হলেন! নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ব্যাপারটি সবার সঙ্গে শেয়ার করেন বাংলাদেশ দলের এ বাঁহাতি ব্যাটসম্যান।
ফেসবুক স্ট্যাটাসে মুমিনুল লিখেছেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে!’
সূত্র জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুমিনুলের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এদিকে, মুমিনুলের লাঞ্ছনার কথা ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন গনমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। যদিও ঘণ্টাখানেক পরেই ফেসবুক পোস্টটি মুছে ফেলেছেন মুমিনুল। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব