দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গত কয়েকবছরে বিস্তর আলোচনা হয়েছে। এমনকি নানা সময়ে উত্তরসুরীর প্রবল সমালোচনায় মুখর হয়েছেন ফুটবলের চিরকালীন রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা। গতবছর কোপা আমেরিকার ফাইনালে উঠেও আর্জেন্টিনা ট্রফি জিততে না পারার পর মেসিকে একহাত নিয়েছিলেন তিনি।
এরপর ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের সঙ্গে একটি ফুটবল টক শো-তে আধুনিক বিশ্ব ফুটবলের এই রাজকুমারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক আরও গাঢ় হয়েছিল। এমনকি মেসি সম্পর্কে ম্যারাডোনা ঈর্ষাকাতর কিনা এমন সব প্রশ্নও উঠে এসেছিল। এরপরেও তিনি লিওনেল মেসি নিয়ে প্রশংসায় উদ্বেল হচ্ছেন এমন কিছু দেখলে আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতেই পারে।
কিন্তু বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা ‘এল এম টেন’ সম্পর্কে যা বলেছেন তাতে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বেশ অবাক হয়েছেন। ৩১ বছর আগে দেশকে নিজের কাঁধে করে বিশ্বকাপ জেতানো মহানায়কের এখন মনে করেন, মেসি বিশ্বকাপ জিততে না পারলেও ফুটবলের চিরকালীন ‘গ্রেট’ দের তালিকায় জায়গা করে নেবেন।
ম্যারাডনার কথায়, ‘মেসি ফুটবলের বিস্ময় নয় এটা কেউ বললে বিশ্বাস করব না!। শুধু বিশ্বকাপ জেতেনি বলে ওর সম্পর্কে এমন বলাটা অনুচিত হবে। ম্যাচের পর ম্যাচ মেসি মাঠে যা যা করে এমনকী অনুশীলনেও সেগুলোকে তো আর মুছে ফেলা যাবে না!। বিশ্বকাপ জিতুক বা না জিতুক মেসি গ্রেটদের তালিকায় চিরকালই থাকবে। গত ৫৬ বছরে ওর মতো কাউকে আমি দেখিনি। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দেব মেসি আর্জেন্টিনীয় করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি। আমাদের দেশের গর্বিত হওয়া উচিত মেসি, পোপ ফ্রান্সিস ও আমাকে নিয়ে।’
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-২