এক ওভারে ৬ বোলে ৬ ছক্কার ঘটনা ক্রিকেট বিশ্বে বেশ কয়েকবারই ঘটেছে। কিন্তু এবার প্রথমবারের মতো এক ওভারে ৬ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। আর এই বিশ্বরেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী অ্যালেড ক্যারে। খবর এবেলার।।
অ্যালেড অস্ট্রেলিয়ার গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের সদস্য। তাদের খেলা ছিল ভিক্টোরিয়ায় ব্যাল্লারাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফোর্থ টিম ফিক্সচারে, ইস্ট ব্যাল্লারাট ক্লাবের সঙ্গে।
প্রথম স্পেলে ৮ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন অ্যালেড। দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেন।
দ্বিতীয় স্পেলে অ্যালেড বোলিং এ আসার আগে অ্যালেডইস্ট ব্যাল্লাট এর স্কোর ছিল ৪০ রানে ২ উইকেট। অ্যালেডের নবম ওভারের ৬ বলে ৬ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৪০ রান।
একই ওভারে ডাবল হ্যাট্রিকের এমন কৃতিত্ব অ্যালেডের আগে কোনো ক্রিকেটারেরই ছিল না। এমনকী বিশ্ব ক্রিকেটে কেউ আজ পর্যন্ত পরপর ৬ বলে ৬ উইকেট নিতে পারেননি। একই ওভারে সর্বোচ্চ ৪টি উইকেট নেয়ার নজির আছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-৬