বাপ কা বেটা বলতে ঠিক যা যা বোঝায়, জুনিয়র রোনালদো যেন ঠিক তাই। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নকল করতে সে কখনই ছাড়ে না। আর ছবি তোলার কথা হলে তো একেবারেই না। তাই তো চুলে জেল লাগিয়ে হুবহু বাবার মত চুল আচড়ে সাজুগুজু করে তৈরি হয়েছিল জুনিয়র।
ছেলের এই কাণ্ড দেখে মোটেই সময় নষ্ট করেননি 'সি আর সেভেন'। ছেলেকে পাশে বসিয়ে ক্যামেরা হাতে নিয়ে সেলফি তুললেন তিনি। ছয় বছরের দুষ্টু ছেলের ঠোঁটের কোণেও যেমন দুষ্টু–মিষ্টি হাসি, তেমনটি ঠিক বাবার ঠোঁটের কোনাতেও।
ছবিটি পোস্ট করে রোনালডো ক্যাপশান লিখেছেন, ‘পারফেক্ট কাপল’। সোশ্যাল নেটওয়ার্কে ছবি পোস্ট করতেই বাবা–ছেলের জনপ্রিয়তা বোঝা গেছে আরও একবার। ২.৫ মিলিয়ান লোক লাইক পড়েছে ছবিটিতে। সেই তালিকায় আছেন ফুটবলার জন টেরি, বক্সার অ্যান্টোনি জোসুয়াও।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১