এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস উরুতে, অধিনায়ক মুশফিকুর রহিম মাথায় আঘাত পান এবং মিডেল অর্ডার ব্যাটসম্যানর মুমিনুল হক পাঁজরে চোট পান। তাই সিরিজের মাঝ পথেই দলের বাইরে চলে যেতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ড সফরের শুরুতেই ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মুশফিক। ৪২ রান করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ থেকে উঠে যেতে হয়। যার ফলে পরের দুটি ওয়ানডেসহ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
গত ২২ জানুয়ারি দেশে ফেরা এই ক্রিকেটার শনিবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামের নেটে শেষ পর্যন্ত অনুশীলনে ফিরেছেন মুশফিক। অবশ্য তার ফিটনেস ট্রেনিং শুরু হয়েছিল আরও দুদিন আগে থেকেই। আশার কথা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের ফিটনেস ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ বিশ্বাস চৌধুরী এ সম্পর্কে তিনি বলেন, ‘মুশফিক অনুশীলনে ফিরেছে এটা আমাদের জন্য খুবই ভালো খবর। তা ছাড়া ইমরুলের ব্যথা পুরোপুরিভাবে সেরেছে। ৩১ জানুয়ারি আবার তার পরীক্ষা করা হবে। মুমিনুলের চোটও ভালোর দিকে, আশা করছি সেও ভারত সফরের আগে সেরে উঠবে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩