সাউথ্যাম্পটনকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে আর্সেনাল। সফরকারীদের হয়ে হ্যাটট্রিক করেছেন থিও ওয়ালকট। এছাড়া অন্য দুটি গোল করেছেন আরেক ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।
শনিবার প্রতিপক্ষের মাঠে ১৫তম মিনিটে দলকে এগিয়ে দেন ওয়েলবেক। সাত মিনিট পর ডি-বক্সের মধ্যে থেকেই এবার বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩৬তম মিনিটে ওয়েলবেকের সহায়তায় ব্যবধান ৩-০ করেন ওয়ালকট।
বিরতির পর ৬৯তম মিনিটে আলেক্সিস সানচেসের বাড়ানো বল থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ওয়ালকট। আর ৮৪তম আবারও চিলির স্ট্রাইকার সানচেসের সাহায্যে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব