সমর্থকরা সাথে থাকলে লা লিগায় শিরোপা জয় অসম্ভব নয় বলে মনে করেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। সানতিয়াগো বার্নাব্যুতে এজন্য সকলকে একতাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন এই স্প্যানিশ তারকা।
সম্প্রতি রিয়ালের ওপর থেকে কিছুটা হলেও আস্থা হারিয়েছেন সমর্থকরা। অবশ্য সাম্প্রতিক কয়েকটি ম্যাচের ফলই তার মূল কারণ। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে গ্যালাকটিকোরা। চারবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালডোও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। যদিও ১৮ ম্যাচে ১৩ জয়সহ ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থানটি এখনো দখল করে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। দুই জায়ান্টের মাঝখানে রয়েছে সেভিয়া। তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট।
টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড গড়া রিয়াল বুধবার সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে পিছিয়ে থেকে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে। গত শনিবার মালাগার বিপক্ষ ২-১ গোলের কষ্টার্জিত জয়ে দুটি গোলই করেছেন রামোস।
সাম্প্রতিক ফর্ম নিয়ে মন্তব্য করতে গিয়ে রামোস বলেছেন, সব মিলিয়ে এই মুহূর্তে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাবার জন্য সমর্থকদের সমর্থন প্রয়োজন রয়েছে। আমি নিশ্চিত সবাই মিলে আমরা লা লিগা জয় করতে পারবো।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম