কখনোই পোশাদারী ফুটবল দলের কোচ হবেন না বলে অভিমত ব্যক্ত করেছেন সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। কারণ হিসেবে ব্যালন ডি’অর জয়ী এ বার্সেলোনা তারকা ব্যাখ্যা, ফুটবলের এমন স্নায়ু চাপ তিনি নিতে পারবেন না।
খেলোয়াড়ি জীবনে এক সময় ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে খেলেছেন রোনালদিনহো। বর্তমানে তিনি ফরাসি রাজধানীতেই অবস্থান করছেন। যেখানে তিনি রাতে মোনাকোর বিপক্ষে পিএসজির ম্যাচটি উপভোগ করবেন।
ভবিষ্যতে কোচ হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোনালদিনহো বলেন, ‘আমি পূর্ণ ৯০ মিনিট খেলা দেখতে পারি না। এটি হলে আমাকে ভুগতে হয়। খেলার সেরা মুহূর্তটি দেখতে পছন্দ করি। যার কারণে আমি কখনোই কোচ হতে পারবো না।’
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব