সতীর্থ নেস্তা কার্টার ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুর্দান্ত 'ট্রিপল ট্রিপল' এর বিরল রেকর্ড হারিয়েছেন। ২৪ ঘণ্টাও পার হয়নি বেইজিং অলিম্পিক্সের রিলে স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। তবে সতীর্থ নেস্তা কার্টারের ওপর ক্ষুব্ধ না হয়ে উল্টো তার পাশে দাঁড়িয়ে জামাইকান গতি মানব উসাইন্ট বোল্ট। তিনি বলেছেন, কার্টারের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে যদি অর্থ লাগে তিনি দিতে রাজি।
জামাইকার মিডিয়ার এমনটাই দাবি, কার্টার যদি আইওসির শাস্তির বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশনে আবেদন করেন তা হলে খরচ হতে পারে ১৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ কোটি টাকা। তবে, কার্টারের আইনজীবীরা এই বিপুল অর্থ খরচ করার আগে তাই তড়িঘড়ি আবেদনের পথে না হেঁটে আবেদন করলে কতটা লাভ হতে পারে সেটা খতিয়ে দেখছেন।
বোল্ট বলছেন, "কার্টারের সঙ্গে এ নিয়ে কথা হয়নি। তবে এ জন্য আমি কারও সঙ্গে সম্পর্ক খারাপ করব না। কার্টার এখনও আমার বন্ধুই। আমার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয় আমি কার্টারকে সাহায্য করতে রাজি।"
তবে গোটা ব্যাপারে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি বোল্ট। এজন্য ক্ষোভও উগরে দিয়েছেন। তারপরও নিজের পাওয়া অর্জন নিয়ে সন্তুষ্ট কিংবদন্তি বলেন, "পুরো ক্যারিয়ারে আমি যা যা পেয়েছি সেটা এই ঘটনায় পাল্টে যাবে না। এমন কৃতিত্ব দেখিয়েছি যেটা আগে কেউ কখনও পারেনি। "
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব