বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের রেস্তোরাঁর ব্যবসা রয়েছে। এবার তাদের পথ ধরে এই ব্যবসায় নাম লেখালেন বাংলাদেশের জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ।
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে নিজের রেস্তোরাঁটি খুললেন তাসকিন। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এই রেস্তোরাঁ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাসকিনের রেস্তোরাঁটির নাম ‘তাসকিন’স টেরিটরি।
রেস্তোরাঁটির উদ্বোধনী দিনে সেখানে বসেছিল তারার মেলা। তাসকিনের নতুন এই পথচলায় শুভেচ্ছা জানাতে সেখানে গিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও সেখানে গিয়েছিলেন। কেক কেটে নিজের রেস্তোরাঁর উদ্বোধন করেন তাসকিন নিজেই। অনুষ্ঠানের শেষ দিকে সঙ্গীতশিল্পী তাহসান ও হৃদয় খানের মন মাতানো গানের পরিবেশনাও ছিল।
‘তাসকিন’স টেরিটরিতে তাসকিনের এই রেস্তোরাঁয় বিলিয়ার্ড খেলার বিশেষ ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে এই তারকা ক্রিকেটার জানালেন, তার এই রেস্তোরাঁয় খাবারেও নানান বৈচিত্র্য রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১