ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এক বছরের জন্য ক্রিকেট দুনিয়া থেকে নির্বাসিত হলেন। জামাইকা অ্যান্টি–ডোপিং কমিশন (জাডকো) আন্দ্রে রাসেলের কাছে বার বার নানা তথ্য চেয়েও পায়নি।
জাডকো ফোন, ই–মেল, চিঠি, কোনও কিছুই বাদ রাখেনি। কিন্তু ২০১৫ সালের তিনটি নির্দিষ্ট তারিখের মধ্যে জবাব দেননি এই অলরাউন্ডার। তারিখগুলো হল ২০২৫ সালের ১ জানুয়ারি, একই সালের ১ জুলাই ও ২৫ জুলাই।
জাডকো এর অভিযোগ, ইচ্ছা করেই ব্যাপারটি এড়িয়ে যাচ্ছিলেন রাসেল। ২০১৬ সালের মার্চে তারা এই নিয়ে অভিযোগ দায়ের করেন কিংস্টনের ইনডিপেনডেন্ট অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে। তারাই তদন্ত করে জানিয়ে দিল যে, ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সির নিয়মভঙ্গ করেছেন রাসেল। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি দুই বছরের নির্বাসন।
কিন্তু এই অলরাউন্ডারকে এক বছরের নির্বাসন দিল ইনডিপেনডেন্ট অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনাল। ৩১ জানুয়ারি থেকেই এয়াসেলের নির্বাসন কার্যকর হল।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫