জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে শনিবার ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে খেলতে নামছে চেলসি। নিজেদের ২৬তম ম্যাচে চেলসির প্রতিপক্ষ সোয়ানসি সিটি। আগের ম্যাচেই ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল লীগ টেবিলে শীর্ষে থাকা চেলসি।
ব্রানলির বিপক্ষে আগের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল দলটি। এতে পয়েন্ট টেবিলে কোন ক্ষতি হয়নি তাদের। কারণ টেবিলের শীর্ষস্থান বেশ ভালোভাবেই কব্জায় আছে চেলসির। ২৫ খেলায় ৬০ পয়েন্ট সংগ্রহে আছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৫২। আর ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।
তবে আবারও জয়ের ধারায় ফিরতে চায় চেলসি। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও বেশি সুসংহত করাই প্রধান লক্ষ্য তাদের বলে জানালেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার চেজে ফ্যাবিগ্রাস, ‘আগের ম্যাচে আমরাই ভালো খেলেছি। তবে ভাগ্য সাথে না থাকায় হেরেছি। সোয়ানসির বিপক্ষে অনেক বেশি আক্রমণাত্মক খেলবো আমরা। আবারো জয়ের ধারায় ফিরতে চাই। এ সময় পয়েন্ট হারালে আমাদেরই ক্ষতি হবে। বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছি আমরা। এই ধারাটা অব্যাহত রাখতে পারলে আগেভাগেই শিরোপা জিতে নিতে পারবো।’
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম