বিরাট কোহলি মানে সেঞ্চুরি। চার-ছক্কার বন্যা। সবেমাত্র কোহলিকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তকমা দিলেন প্রাক্তন বিশ্বসেরা লেগস্পিনার শেন ওয়ার্ন। আর এরপরই যেন ছন্দপতন। শুক্রবার পুণেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন রান না করেই সাজঘরে ফিরে গেলেন হালের সেরা এই ব্যাটসম্যান।
আইপিএল সতীর্থ স্টার্কের বলে হ্যান্ডস্কোম্বকে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় এই অধিনায়ক।
২০১৪ সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে শূন্য হাতে ফিরেছিলেন। গত আড়াই বছরে ১০৪ ইনিংসে ব্যাট করেও কখনো শূন্যের দেখা পাননি। অবশেষে স্টার্কের হাত ধরে সেই পুরনো দুঃখমাখা স্মৃতিটা জাগিয়ে তুললেন আনুশকার বয়ফ্রেন্ড।
এর আগে প্রথম দিন ব্যাট হাতে ভারতীয় বোলারদের সামনে দাঁড়িয়ে ২৬০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮২ রান করার পর মনে হচ্ছিল রানের পাহাড় গড়বে অস্ট্রেলিয়া। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা আসা-যাওয়ার ওপর থাকায় সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় সফরকারীদের। স্বাগতিক ভারতের বোলিং আক্রমণে মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন স্টার্ক। ভারতের পক্ষে যাদব ৪ ও অশ্বিন নেন ৩ উইকেট।
বিডি-প্রতিদিন/এস আহমেদ